শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার হাতীবান্ধায় বড় ভাইয়ের লাঠির আঘাতে জাকিরুল ইসলাম মিস্টার (৩৩) নিহত হয়েছে। এ ঘটনায় রবিবার হাতীবান্ধা থানায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই মারা যায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রান্নাথ পাটিকা পাড়া গ্রামের কেরামত আলীর ছেলে জহুরুল ইসলামও সঙ্গে জাকিরুল ইসলাম মিস্টার। পারিবারিক আম গাছ নিয়ে বিরোধের জের ধরে বড়ভাই জহুরুলের লাঠির আঘাতে ছোট ভাই জিাকিরুল ইসলাম মিস্টার জ্ঞান হারিয়ে ফেলে । তাঁকে উন্নত চিকিৎসা করাতে রংপুওে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//