শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সরকারি পরিবার পরিকল্পনার মাঠ পযার্য়ের পরিদর্শক মোঃ আতিকুল ইসলাম(৩৪) ও মাদক ব্যবসায়ি মোঃ আলমগীর হোসেন(৪০) কে মাদক সেবন ও বিক্রয় করার দায়ে আটক করেছে।
দুই জনকে কালীগঞ্জ থানা পুলিশ বুধবার রাতে লালমনিরহাটের জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে।
জানা গেছে, কাকিনা ইউনিয়নের সরকারি পরিবার পরিকল্পানা ইউনিয়নের পরিদর্শক মোঃ আতিকুল ইসলাম মাদক সেবন করতে একই এলাকার মাদক ব্যবসায়ি জেলে পাড়ার মৃত জমির উদিনের পুত্র মোঃ আলমগীর হোসেনের (৪০) বাড়িতে বুধবার সন্ধ্যায় যায়। এ সময় সেখানে মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত ও যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হয়। যৌথবাহিনী তাদের হাতেনাতে আটক করে। পরে রাতে ভ্রাম্যমান আদালত সাক্ষ্য প্রমাণ শেষে পরিবার পরিকল্পনা পরিদর্শককে মাদক সেবনের জন্য ৩ দিনের বিনাশ্রম শাস্তি ও এক হাজার টাকা জরিমানা সাজা দিয়েছে।
মাদক ব্যবসায়ি মোঃ আলমগীর হোসেন কে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে। পরিদর্শক মোঃ আতিকুল ইসলাম কাকিনা ইউনিয়নের চাপারতল গ্রামের আফজাল হোসেনের পুত্র বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার পুলিশের এসআই মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকতার্ মোঃ জহির ইমাম জানান, মাদক সেবীদের বিরুদ্ধে অভিযান চলছে চলবে। গতকাল মোঃ আতিকুল ইসলাম ও মোঃ আলমগীর হোসেন কে পৃথক মেয়াদে সাজা দেয়া হয়েছে। তারা জেলখানায় রয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post