নারী সহ ৩ জন আটক ব্যবসায়ি আটক
আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা শহরের আদর্শপাড়ায় এক বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে বিপুল পরিমান মদ, ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন উদ্দার করেছে। এ সময় এক নারী সহ তিন জন মাদক ব্যবসায়িকে পুলিশ আটক করেছে। এরা হলেন, এরশাদুল (৪০), তার বড় ভাই নুরুজ্জামান (৪৫) ও এরশাদুলের স্ত্রী রুনা বেগম(৩০)। এসম ১৪ গ্রাম হিরোইন, ৭৫পিচ ইয়াবা, ৬৩বোতল ফেন্সিডিল, ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। বাড়িটি মাদক সেবীদের মিনি বার ছিল।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, মাদক মামলা দায়ের হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২০,২০২২//