সুদীপ্ত, লালমনিরহাট: আজ ১০ মার্চ জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা ছিটমহলের মুক্তির দিন।
২০১০ সালের এই দিনে দেশের একমাত্র করিডোর তিন বিঘা ভারত সরকারের নিয়ন্ত্রনে ২৪ ঘন্টা খোলা রাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেই সাথে ভারতের পেটের ভিতরে থাকা দহগ্রাম – আঙ্গোরপোতা ছিটমহলে ভারতের ভূ খন্ড ব্যবহার করে ভূগর্ভস্থ বিদ্যূত লাইন ছিটমহলটিতে নিয়ে যায়। সেখানে ঘরে ঘরে বিদ্যূত সংযোগ স্থাপন করে।
এই দিনটি স্বরণ করতে আজ স্থানীয় আওয়ামীলীগ ও দলমতের উর্ধ্বে উঠে ছিটমহলের প্রতিটি মসজিদে জুম্মার নামাজের পর মুক্ত দিবস উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়।
দেশের সমৃদ্ধি ও প্রধানমন্ত্রীর দীর্ঘাযু কামনা করে দোয়া ও মোনাজত করা হয়। ছিটমহলবাসী বিশ্বাস করেন, শেখ হাসিনা ছিটমহল বাসীকে আধুনিক ও সমৃদ্ধ ছিটহল উপহার দিয়েছেন। ছিটমহলটি এখন সমৃদ্ধ এক জনপদে পরিণিত হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//