Print Date & Time : 5 August 2025 Tuesday 12:23 pm

লালমনিরহাটে সরকারি গাছ চুরির মহাউৎসব!

শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট থেকে: জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে দালালপাড়া গ্রামে সরকারি রাস্তার গাছ স্থানীয় দূর্বৃত্তরা কেটে নিয়ে গেছে।

বৃহস্পতিবার ভোর রাতে দেখা যায় গাছের মুড়া গুলো পড়ে আছে। এ যেন সরকারি রাস্তার গাছ চুরির মহাউৎসব শুরু হয়েছে। এবিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধি গণ কথা বলতে চায় না।

জানা গেছে, এই ইউনিয়নে এনজিওর অধীনে সরকারি রাস্তার দুই ধারে গাছ লাগানো রয়েছে। গাছ গুলোর মালিক সরকার, ইউনিয়ন পরিষদ ও সুবিধা ভুগি এনজিওর সদস্য। গাছ গুলোর বয়স ৩০—৩৫ বছর হয়েছে। প্রতিটি গাছের মূল্য ছোট বড় পার্থক্য ভেদে ৩০ হাজার হতে এক লাখ টাকা হয়েছে। এই ফলজ ও বনজ গাছ গুলো আসন্ন কোরবানির ইদ কে সামনে রেখে রাতের আঁধারের চুরি যাচ্ছে। সরকারি এই রাস্তার পাশের গাছ গুলি কাটতে ও সেখান হতে চোরের সুবিধা মত স্থানে নিয়ে যেতে সময় লাগে। গোপনে ও মুহুর্তের মধ্যে এ কাজ করা অসম্ভব। প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক রয়েছে গ্রাম পুলিশ, দফাদার,মহল্লাদার, চকিদার। তথ্য প্রযুক্তির এই যুগে তাদের কাছে খবর পৌঁছে যায়। তারপরও চুরি যাওয়া গাছ উদ্ধার হয় না। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় থানায় মামলা পর্যন্ত হয় না।

হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত জানান, সরকারি রাস্তার পাশের গাছ চুরির ঘটনা শুনেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

দৈনিক দেশতথ্য//এইচ//