সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: কলকাতার বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী দিলীপ মুখোপাধ্যায় (আকাশ বাণীর তালিকা ভুক্ত ) সংগীত পরিবেশন করেন। এছাড়াও আরো গান করেন, রবীন্দ্র ভারতীয় প্রাক্তন শিক্ষার্থী এই শহরের মেয়ে রবীন্দ্র সংগীতশিল্পী নুসরাত খন্দকার বুলা, স্থানীয় শিল্পী খোঁচাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলেয়ার ফেরদৌসী লাকী।
৯ জানুয়ারি বুধবার সন্ধ্যায় রোটারি ক্লাব অব লালমনিরহাটের সাপ্তাহিক সভায় রোটারি ক্লাব অফিসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শহরের প্রিয়মুখ ফেরদৌসী রহমান বিউটি। আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এন্তাজুর রহমান, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জরুল আলম মঞ্জু, সরকারি মজিদা খাতুন মহিলা কলেজের লাইব্রেরিয়ান মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সভাপতিত্ব করে রোটারি ক্লাবের সভাপতি রোটারয়ান মোঃ সামছুল আলম।

Discussion about this post