Print Date & Time : 5 July 2025 Saturday 6:27 am

লালমনিরহাটে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মীরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ ও যুবলীগ শফিকুল ইসলাম সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল বুধবার (০২ অক্টোবর) রাত ১২টার দিকে হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মীরুকে হাতীবান্ধা তেল পাম্প এলাকা থেকে ও ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সীমান্তের মাফিয়া ডন চোরপথে আসা গরুর ও মাদক ব্যবসায়ী) জাহিদুল ইসলাম জাহিদকে সীমান্তের দইখাওয়া বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।
এ সময় তার সঙ্গে থাকা শফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকেও আটক করা হয়।

জানা গেছে, লালমনিরহাটের মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মীরু, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ ও সাবেক যুবলীগ নেতা সফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, জাহিদুল ইসলাম জাহিদ ও শফিকুল ইসলাম সীমান্তের মাফিয়া ডন। গরু ও মাদক চোরাচালানের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। তার বিরুদ্ধে বিজিবি ও বিএসফের ক্যাম্প গুলোতে একাধিক অভিযোগ রয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।