সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির (সিপিবি) ৭৫ বর্ষ পালিত হয়েছে।
উপলক্ষ্যে জেলা শহরের মিশনমোড়ে আজ সোমবার বিকাল ৫ টায় সমাবেশ ও লালপতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্টি পার্টির সভাপতি কমরেড এ্যাডভোকেট মোঃ ময়েজুল ইসলাম ময়েজ, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মি.রঞ্জিত কুমার, এ্যাডভোকেট শি মধুসুধন রায়, যুব ইউনিয়নের নেতা মি. প্রতাপ চন্দ্র রায় প্রমুখ।
বক্তাগণ বলেন, ১৯৪৮ সালের ৬ মার্চ পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট পার্টিও যাত্রা শুরু হয়। বাঙ্গালী জাতির অধিকার আদায়ের সকল সংগ্রামে কমিউনিস্টি পার্টি অগ্রণী ভূমিকা পালন করেছে। মহান মুক্তিযুদ্ধে কমিউনিস্টি পার্টির অবদান রেখেছে। অসম্প্রদায়িক চেতনা লালন করে কমিউনিষ্টি পার্টি। এই অসম্প্রদায়িক চেতনা ছিল মহান মুক্তিযুদ্ধের প্রধানতম নীতি কিন্তু ক্ষমতাসিন আওয়ামীলীগ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আওয়ামীলীগ এখন নেই। মাঝে মাঝে মনে হয় বর্তমান আওয়ামীলীগ কী তাহলে অসম্প্রদায়িক চেতনা হতে সরে এসেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্টি পার্টি গণতান্ত্রিক ও সমমনা অসম্প্রদায়িক রাজনৈতিক চেতনার দল গুলোকে নিয়ে মর্চা তৈরি করে নির্বাচনে যাবে। কমিউনিস্টি পার্টি নিরপেক্ষ নির্বাচন চায়। কোন দলবাজির রাতের আঁধারের নির্বাচন চায় না। সমাবেশ শেষে নেতা কর্মীরা লাল পতাকা নিয়ে শহরে প্রধান প্রধান সড়ক গুলোতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলি করেছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//