জেলা প্রতিনিধি, লালমনিরহাট: জেলার কালীগঞ্জের মদাতী ইউনিয়নের চামটার হাট বাজারে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতা (হকার) রাশেদুই ইসলাম (৫৫) মারা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃত রাশেদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ রিকসা ভ্যান চালানোর পাশাপাশি হাতীবান্ধা ও কালীগঞ্জে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল।
শুক্রবার সকাল হতে গ্রাহকদের বাড়িবাড়ি রিক্সাযোগে পত্রিকা বিলি করে দুপুর ২ টায় মদাতী বাজারে খাবার দোকানে খাবার খায়। খাবার খেয়ে বাহিরে এসে রিকসায় চেপে বসলে হিটস্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের কাজে নিতে নিতে মৃত্যুরকোলে ঢলে পড়ে। মৃত রাশেদুল ইসলাম জেলার হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ক্ষুদ্ধ বিছনদঈ গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। হাতীবান্ধা থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
দৈনিক দেশতথ্য//এইচ//