Print Date & Time : 4 July 2025 Friday 4:00 pm

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান হলেন মতিয়ার রহমান

লালমনিরহাটে জেলা পরিষদের নির্বাচনে আজ ১৫ সেপ্টেম্বর বিকাল ৪ টা পর্যন্ত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্য পদে নির্বাচনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ছিল। শেষ দিনে জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান এক মাত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।  চেয়ারম্যান পদে মনোনয়ন বিক্রিয় হয়ে ছিল একটি। জেলা পরিষদের সাধারণ সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্য পদে মোট ৩১ জন মনোনয়ন ক্রয় করে ও শেষ দিনে ৩১ জন দাখিল করেছেন।

আগামী ১৭ অক্টোবর  ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই জেলা পরিষদে চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এখন শুরু সরকারি বাবে ঘোষনার আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের করা যাবে। জেলা পরিষদ নির্বাচনে ৪৫টি ইউনিয়ন পরিষদ, দুইটি পৌরসভার চেয়ারম্যান মেম্বার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেম্বার গণ ভোটার। তাদের প্রত্যক্ষ ভোটি একজন চেয়ারম্যান, ৫ উপজেলায় ৫ জন সাধারণ সদস্য ও দুই জন সংরক্ষিত সদস্য নির্বাচিত হবেন। মোট ভোটার ৫৮৬ জন।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৬,২০২২//