Print Date & Time : 2 July 2025 Wednesday 12:52 am

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সোনালী ব্যাংকের উপ শাখার চালু

জেলার প্রশাসকের কার্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেড এর উপশাখার চালু হয়েছে। আজ রবিবার  (১৩ নভেম্বর) সকালে এই উপশাখার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফরও  সোনালী ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) ওয়াহেদুননবী।

এ সময় আমন্ত্রিত অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, সোনালী ব্যাংক লিমিটেড রংপুর জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম,  কবি ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি,  সোনালী ব্যাংক লালমনিরহাট শাখার ম্যানেজার (এসপিও) আব্দুল লতিফ সরকার, ব্যাংকের উদ্বোধনী উপশাখার প্রিন্সিপাল অফিসার দীপঙ্কর বিহারী রায়, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, ব্যবসায়ি, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ।

বা// দৈনিক দেশতথ্য// ১৪ নভেম্বর//