Print Date & Time : 9 July 2025 Wednesday 1:49 am

লালমনিরহাট ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট:
জেলার পাটগ্রামের রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে রেললাইনে বসে থাকতে দেখা গেছে ঐযুবককে। বুড়িমারী হতে ছেড়ে আসা লারমনিরহাট গামী ট্রেনটি হুসেল দিলেও সে সরে না গিয়ে লাইনে বসে ছিল। এসময় ট্রেনে কাটা পড়ে শরীর কয়েক খন্ড হয়ে যায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ব্যক্তির পরিচয় পেলে মৃত্যুর রহস্য পাওয়া যাবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//