Print Date & Time : 9 September 2025 Tuesday 12:06 pm

লালমনিরহাট দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ভারতীয় গরু পাচার চক্রের দুই গ্রুপের সংঘর্ষে আহত গরু রাখাল আবুল হোসেন ( ৪৫) নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজে আবুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন । বাড়ি হতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় রেখেছে।

স্বজনরা জানান, এক সপ্তাহ আগে ভারতীয় গরু পাচারের কাজ আছে বলে জালাল নামের এক ব্যক্তি আবুল হোসেন কে ডেকে নিয়ে যায়। সীমান্তে গরু পাচারের সময় আলম গ্রুপের কোঠা (পাচারকারী গ্রুপ) সাথে জালাল গ্রুপের কোঠা লোকদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সময় নিহত আবুল হোসেন গুরুত্বর আহত হয়। এদিকে নিহতের পরিবার দাবি করেছে তাকে সীমান্তে ডেকে নিয়ে হত্যা করতে আহত করা হয়। সীমান্তের নোম্যন্স ল্যান্ডে হত্যা হলে কোন মামলা হতো না। এটা তাকে হত্যার ষড়যন্ত্র।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিহত আবুল হোসেনের লাশ বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি হতে উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ও সেলাই রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//