সুদীপ্ত শাহীন, লালমনিরহাট:
আজ সোমবার লালমনিরহাট বাংলাদেশ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা সদরের রেলওয়ে অফিসার্স ক্লাবের হলরুমে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীরমুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস,এম, শফিক ইসলাম কানু, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সভাপতি সাংবাদিক ফরিদ খান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় সভাপতি আঃ আজিজ চৌধুরী সাঈদ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, লালমনিরহাট পৌর মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাখোয়াত হোসেন সুমন খান, কালীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চলবলা ইউপির চেয়ারম্যান ও সাংবাদিক মিজানুর রহমান মিজু। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সিনিয়ার সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন, সিনিয়র সাংবাদিক মোফখ্খায়রুল ইসলাম মজনু, সিনিয়র সাংবাদিক মোঃ আহমেদুর রহমান মুকুল।
সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাটের সভাপতি শরিফুল ইসলাম রতন, অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান। সম্মেলনে সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিকদের সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের বৈঠক চলছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post