Print Date & Time : 21 August 2025 Thursday 3:40 pm

লালমনিরহাট সীমান্তে পরিত্যক্ত সাউন্ড গ্রেনেড উদ্ধার

সুদীপ্ত  শাহীন, লালমনিরহাট ।।জেলার হাতীবান্ধা সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির সাউন্ড বোমা উদ্ধার । পুণরায়  জামাত শিবির উগ্রমৌলবাদী চক্র আলোচনায়। সরকার বিরোধী আন্দোলন কী এবারও ১৩/১৪ সালে নাশকতায় রূপ নিবে। পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে প্রকাশ পায় হাতীবান্ধা সীমান্তে অত্যাধুনিক সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়েছে।

লালমনিরহাট সীমান্ত দিয়ে আবার কী উগ্রমৌলবাদী চক্রের হাতে অবৈধ অস্ত্র ঢুকেছে দেশের অভ্যন্তরে। বনচৌকি সীমান্তে পরিত্যক্ত সাউন্ড গ্রেনেড উদ্ধারের পর সীমান্ত গ্রামের মানুষ আতংকিত হয়ে পড়েছে। বিগত ২০১৩ ও ১৪ সালে সরকার বিরোধী আন্দোলনে নাশকতায় ব্যবহার করতে হাতিবান্ধা সীমান্তে বিস্ফোরক ও বোমা মজুদ করে ছিল উগ্রমৌলবাদী চক্র। সেই সময় সীমান্তের একটি বাড়িতে বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনা ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল কিন্তু পরবর্তীতে এই মামলাটি নিয়ে তেমন অগ্রগতি ছিল না। তবে সরকার বিরোধী আন্দোলনে সেই সময় হাতীবান্ধা উপজেলা ও পাটগ্রাম উপজেলায় উগ্রমৌলবাদীরা ব্যাপক হামলা, জ¦ালাও পোড়াও, মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নি সংযোগ, মোতাহার হোসেন এমপির জনসভায় হাতলা কওে দেড় শতাধিক মোটরসাইকেল জ¦ালিয়ে দিয়ে ছিল। পাটগ্রামে সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির ওপর উগ্রমৌলবাদীরা হামলা করার চেষ্টা কওে ছিল। অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। পাটগ্রামে বোমা ও বিষ্ফোরক ফাঁটিয়ে ৬ পুলিশের অস্ত্র কেড়ে নেয়ার ঘটনা ঘটে। পুলিশের ওপর ছিলি বোমা ও গরম পানি ডেলে দেয়ার ঘটনা ঘটে। এই সময় অস্ত্র ও গুরুতর আহত পুলিশদেও উদ্ধার করতে মৌলবাদী চক্রের সাথে গুলি বিনিময় হয় পুলিশের। সেই ঘটনায় অর্ধশত পুলিশ আহত হয়। মৌলবাদী চক্রের এক জনের লাশ গুলি বিদ্ধ অবস্থায় পুলিশ উদ্ধার করে। আবারও সরকার বিরোধী আন্দোলন সামনে আসায় চক্রটি স্বক্রিয় হওয়ার চেষ্টা করছে।

আজ রবিবার সরজমিনে বনচৌকি ও ভেলাগুড়ি সীমান্তের গ্রাম গুলিতে দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের চাপা আতংক। সীমান্ত গ্রামের কৃষক রমজান আলী(৫৫) সীমান্তে পুলিশ কে দেখা ঘুরতে দেখা যায় না। ( সীমান্ত গ্রামের মানুষ বিজিবি কে পুলিশ বলে থাকে)। দুরে ভারতীয় বিএসএফকে কাটাতারের অনেক বাহিরে মালদ নদীর পাড়ে কি যেন খুঁজতে দেকা গেছে। দিনের বেলায় কাটাতারের বেড়ার বাহিরে বিএসএফকে পালা করে পাহাড়া দিতে দেখা যায়। রাতে বেলায় কথা সীমান্ত গ্রামের মানুষ বলতে পারে না।  তবে সীমান্ত গ্রামের মানুষ বাংলাদেশের সীমান্তরক্ষীবাহিনীর দায়িত্ব পালন নিয়ে নানা অভিযোগ তুলে। তারা ঠিকঠাক দায়িত্বপালন করেনা বলে তাদের অভিযোগ। সীমান্তের বৃদ্ধা কৃষক রমেজ আলী (৬০) জানান, এই গ্রেনেড চোরাকারবারীদেও মাধ্যমে দেশে ঢুকেছে। আন্ডারওয়াল্ডের চক্রের সদস্যরা এই বাদাম ক্ষেতে এনে মজুদ করে ছিল। তারা সুযোগ বুঝে পুনরায় নিয়ে যাওয়ার সময় একটি অসাবধানবশত এড়িয়ে গেছে। ভারতীয় বিএসএফ এতোদুর টহল দিতে কখনো দেখিনি। বিএসএফের টহলে মিচিং হলে তারা উদ্ধাওে বা খুঁজে দেখত অথবা বিজিবিকে খবর দিয়ে সহায়তা চাইত। সীমান্তে টহলে ভুলবশত অস্ত্র খোয়া গেলে দুই দেশের সীমান্তবাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। তাই দেখে এসেছি।

এই সীমান্তে অস্ত্র, বিস্ফোরক, মাদক চোরাচালান ওপেন সিক্রেট। আইনশৃংখলাবাহিনী বিশেষ করে বিজিবির একটি দূর্নীতিবাজ চক্র এই সিন্ডিকেটে জড়িয়ে পড়েছে। তারা প্রভাবশালী চক্রের হয়ে কাজ করে।

এদিকে একটি সূত্রে দাবি, ৭১’র মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত মৃত্যুদন্ড কার্যকর হওয়া সাবেক মন্ত্রী জামাত নেতা আলী আহসান মোজাহিদ প্রায় হাতীবান্ধা সীমান্ত আসতেন। তিনি হজাতীবান্ধায় জনৈক ভেন্ডারের বাসায় বিশ্রাম নিতে ও খাওয়া দাওয়া করতেন। বেশ কয়েকবার লালমনিরহাট সার্কিট হাউজে রাত্রি যাপন করার সময় পুলিশ ও গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে অজানার উদ্দেশ্যে চলে যেতেন। উগ্রমৌলবাদী চক্রটি পুনরায় সুসংগঠিত হচ্ছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। যেকোন সময়ে চেয়ে আন্ডার গ্রাউন্ড দূর্বৃত্তরা স্বক্রিয়। মাফিয়ারা এখন পুনরায় দ্বিধাদ্ব›দ্ব ভুলে একটি গ্রæপের হয়ে সুসংগঠিত হয়েছে। বিষয়টি সকলে জানে এক রকম প্রকাশ্য। চক্রের নেতারা সরকার দলের পদ পদবী বাগিয়ে নিয়েছে। রাজাই এখন লালমনিরহাটের রাজনীতি পরিচালনা করছে। এই চক্রটিকে লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা কঠোর মনোভাবের কারণে ও সততার কারণে দমিয়ে রাখতে পেরে ছিল কিন্তু আকর্ষিক বদলির কারণে পুণরায় আন্ডার ওয়াল্ড স্বক্রিয় হচ্ছে। এই চক্রের রোষানলে পড়ে প্রতিবাদি কয়েক জন মুক্তিযোদ্ধার চেতানার সাংবাদ কর্মীও নানা ষড়যন্ত্রের পড়েছে। তার মধ্যে এই প্রতিবেদক অন্যতম একজন সংবাদ কর্মী। মৌলবাদী ও জামত শিবির চক্রের সাথে আপোষ করতে না পারায় বাসসের মত গুরুত্বপূর্ণ সংস্থার চাকুরি বিনা  নোটিশে হারাতে হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক জাহাঙ্ঘীর আলম শাহীন কে।

এদিকে  ২৩ সেপ্টেম্বর শুক্রবার  রাতে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়। গত ২১ সেপ্টেম্বর  বুধবার  বিকালে হাতীবান্ধা উপজেলার  ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি সীমান্তের মেইন পিলার ৯০৮ এর ৫নং সাব-পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গফুরের বাদাম খেতের ভিতর থেকে সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। কৃষি শ্রমিক গণ বাদাম ক্ষেতে আগাছা নিড়ানি করার সময় কাদাযুক্ত সাদা রঙের একটি জার্কিন সদৃশ বস্তু দেখতে পায়। তাতে স্প্রন্টার ও স্প্রিং যুক্ত ছিল। তবে বিষয়টি যে কোন অত্যাধুনিক অস্ত্র বা বোমা স্থানীয় গ্রামবাসি জেনে যায়। তাই আতংকে কেউ পাশে ভিড়েনি। নিরাপদ দূরুত্বে অবলৌকন করেছে। গ্রামবাসি ৯৯৯ এর মাধ্যমে থানা পুলিশ কে খবর দেয়। গ্রামবাসির মুখে প্রচার হয়ে বনছৌকি বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) খবর পায়। বিজিবি পুলিশের সহায়তা চাইলে থানা পুলিশের বোমা ভিসপজিবল টিম গিয়ে সাউন্ড গ্রেনেডটি উদ্ধার কওে থানায় নিয়ে আসে।  এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি জিডি করা হয়েছে। হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান, বোমাটি নিস্ক্রিয় করতে এসপি স্যারের কাছে আবেদন করা হয়েছে। পুলিশ সুপার বিষয়টি বোম ডিস্পোজাল ইউনিটকে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পত্র পাঠিয়েছে। লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম কে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক ও বনচৌকি সীমান্ত ক্যাম্পে ফোন করে কাউকে ফোনে পাওয়া যায়নি। পৈান বেজে চলছে রিসিভ হয়নি। ১৫ বিজিবির টেলিফোন এক্সেঞ্জ সাংবাদ কর্মী পরিচয় পেয়ে ফোন রেখে দেয়। প্রয়োজনে তারাই মিডিয়ার সাথে কথা বলবে বলে জানান। 

আর//দৈনিক দেশতথ্য//২৫  সেপ্টেম্বর-২০২২