মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। সবার আর্থিক সাহায্য ও সহযোগিতায় বাঁচতে পারে একটি অসহায় মানুষের জীবন ও তার দরিদ্র পরিবার। লিভার ক্যান্সারে আক্রান্ত মোঃ মোজাহারুল ইসলাম(৩৮) সমাজের সকল বিত্তবান দানশীলদের নিকট তার চিকিৎসার জন্য হাত বাড়িয়েছেন।
লিভার ক্যান্সার আক্রান্ত মোজাহারুল ইসলাম নওগাঁ জেলার সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের দমদমা গ্রামের হত দরিদ্র দিন মজুর ইদ্রিশ আলীর ছেলে। মোজাহারুল ইসলাম পেশায় রাজ মিস্ত্রির জোগাড়ী শ্রমিক ছিলেন। পরিবারে তার স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। অভাব অনটনের মধ্যে দিয়ে কোন মতে খেয়ে না খেয়ে তার সংসার জীবন অতিবাহিত হয়ে আসছিল। এরই মধ্যে দুরারোগ্য লিভার ক্যান্সার তার সকল সুখের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। প্রায় ৪/৫ মাস ধরে তিনি এ জটিল রোগে ভুগছেন।
তিনি বেশ কিছু দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। রাজশাহীর চিকিৎসায় তার অবস্থার কোন পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দুরারোগ্য লিভার ক্যান্সার থেকে মুক্তি পেতে চিকিৎসকগণ বলেছেন প্রয়োজনীয় সংখ্যক কেমোথেরাপী নিতে হবে। তার জীবন বাঁচাতে হলে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা সহ প্রায় ৫/৬ লক্ষ টাকার প্রয়োজন। অসহায় পরিবারের পক্ষে তার চিকিৎসার বিশাল এ ব্যয় বহন করা সম্ভব হচ্ছেনা। স্থানীয় হিতাকাঙ্ক্ষীদের সাহায্যে সহায়তায় তার ঔষধ পত্র কোন মতে কেনা হচ্ছে।
সেচ্ছাসেবী কিছু লোকজন তার চিকিৎসার জন্য হাট বাজার ও উপজেলা সদরে দোকান পাটে ঘুরে ঘুরে আর্থীক সাহায্যে সহায়তা তুলছেন। ইতিমধ্যে তার চিকিৎসার ব্যায় চালাতে দরিদ্র দিনমজুর পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এদিকে সময় মত ঔষধ পত্র ও চিকিৎসা ব্যবস্থা না পেয়ে দিন দিন মোজাহারুলের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটছে।
অর্থের অভাবে লিভার ক্যান্সারে আক্রান্ত মোজাহারুল ইসলামের জীবন দিনে দিনে মৃত্যুরপথে এগিয়ে যাচ্ছে। প্রবাসী ও সমাজের বিত্তবান ও দানশীল সকলের কাছে মানবিক সাহায্য কামনা করেছেন মোজাহারুলের অসহায় দিনমজুর পরিবার।র লিভার ক্যান্সার আক্রান্ত মোজাহারুলের জন্য আর্থীক সাহায্য তার স্ত্রী মোসাঃ নুননেছা বেগমের-০১৭৫৮৬১৫৩০৯ নম্বার মোবাইলে (বিকাশ) পাঠাতে সবার প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
জা//দৈনিক দেশতথ্য// অক্টোবর ২৫, ২০২২//

Discussion about this post