সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে মোবাইলে জুয়া খেলে। একপর্যায়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হলে হাতাহাতি হয়। এরপর ঘটে খুনের ঘটনা
জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইলে লুডু খেলা দ্বন্দ্বে রিফাত মিয়া (১৭) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত রিফাত সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামের আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বলারদিয়ার গ্রামের সুলতান মাহমুদের ছেলে রাহাত মিয়া (২০) ও রিফাত বন্ধু ছিল। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে মোবাইলে জুয়া খেলে। একপর্যায়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হলে হাতাহাতি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে রাহাত রাতে রিফাতের বাড়ি গিয়ে তাকে মারপিট করে। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিলেও সকালে তার অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার জামালপুর সদর হাসপাতালে নেয়ার পথে রিফাতের মৃত্যু হয়। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০১,২০২২//