ভয়াবহ লোডশেডিং ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা মো: আব্দুর রকিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব, সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সহ সভাপতি হাফিজ মাওলানা খলিলুর রহমান, আলহাজ্ব মনসুর খান, সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক সরকারসহ মহানগর কমিটির নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভয়াবহ লোডশেডিং আজ জন জীবনকে থমকে দিয়েছে। স্বাভাবিক জীবন যাত্রাকে করেছে ব্যাহত। বিদ্যূতের অভাবে আজ পুরো দেশের উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে পড়েছে। অর্থনীতির চাকা অচল হয়ে যাচ্ছে।
পাশাপাশি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এদেশের মানুষের মধ্যে চরম অনিশ্চয়তার সৃষ্টি করেছে। জনমনে নাভিস্বাসের সৃষ্টি হয়েছে। মানুষ আজ বেচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। নেতৃবৃন্দ অবিলম্বে এসবের প্রতিকারে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১০,২০২৩//