মীর আনোয়ার হোসেন টুটুল
শতভাগ উৎসব ভাতা ও বেসরকারী এমপিওভক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনসহ ৫ দফা দাবীতে টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীগন মানব বন্ধন (শিক্ষকবন্ধন) ও প্রতিবাদ সমাবেশ করেছেন। আজ শুক্রবার (১১ মার্চ) বেলা এগারটায় মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোডের প্রেস ক্লাব সংলগ্ন ঘন্টা ব্যাপি মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসুচীর আয়োজন করে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ মির্জাপুর উপজেলা শাখা। শিক্ষকবন্ধনে মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীগন স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহন করেন।
মানব বন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নেতা এবং দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, শিক্ষক নেতা গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, সিটমামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, গোড়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান এবং শিক্ষক নেতা প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ প্রমুখ।

Print Date & Time : 11 May 2025 Sunday 3:49 am