Print Date & Time : 5 May 2025 Monday 10:00 am

শতাধিক কেজি ওজনের বাঘাড় মাছ, দাম সাড়ে ৩ লাখ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া শহরে মাছের মেলায় শতাধিক কেজি ওজনের একটি বাঘাড় মাছ উঠেছে।মাছটির দাম হাকা হচ্ছে সাড়ে ৩ লাখ টাকা।

সরজমিন জানা যায়, কুলাউড়া পৌরসভার পক্ষ থেকে শহরতলীর স্কুল চৌমুহনী এলাকায় কয়েক মাস যাবত প্রতি বুধবার নিয়মিত হাট বসে আছে। পৌরসভা কর্তৃপক্ষ বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে এক মাছের মেলার আয়োজন করেন। মেলার খবর পেয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে রুই,কাতল, বোয়াল, আইড়, বাগাড়সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে হাটে আসেন বিক্রেতারা। আর ও যুক্ত হতে থাকেন বিভিন্ন এলাকার লোকজন।

রাত সাড়ে ৭ টায় মাছের মেলায় গেলে দেখা মেলে সদর উপজেলার মাসকান্দি গ্রামের আরবেশ মিয়া নামক একজন বিক্রেতা ওই বাগাড় মাছটি নিয়ে বসে আছেন। তার চারপাশে উৎসুক জনতার ভীড়। আরবেশ মিয়া জানান, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকায় অবস্থিত কুশিয়ারা নদীতে ওই বাঘাড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে। তিনি সেখান থেকে মাছটি নিয়ে এসেছেন।

আরবেশ মিয়া আর ও জানান, এখানে বিক্রি করতে না পারলে আগামীকাল মৌলভীবাজার শহরে মাইকিং করে বাঘাড় মাছটি শহরে নিয়ে বিক্রি করবেন।

দৈনিক দেশতথ্য//এইচ//