গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা গ্রামে শত্রুতাবশত বিষ প্রয়ােগে ৬ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হয়েছে।
ধানখােলা উত্তরপাড়া সংলগ্ন একটি পুকুরে মাছ নিধন করা হয়।
জানা গেছে, ধানখােলা গ্রামের উত্তরপাড়ার মৃত ইউনুস আলীর ছেলে ইয়ামিন আলী মাস্টার ও একই পাড়ার আব্দুর রশীদের ছেলে রহিদুল ইসলাম যৌথভাবে পুকুর বন্দােবস্তু নিয়ে মাছ চাষ করে আসছিলেন।
গত শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়ােগ করে।
রবিবার সকালে মৎস্য চাষি রহিদুল পুকুরে গিয়ে দেখেন মাছ মরে ভাসছে। মাছ চাষি রহিদুল ইসলাম জানান, গ্রামের একজন ব্যক্তির সাথে আমার মনােমালিন্যে ছিল। হয়তাে শক্রতাবশত সে এই ন্যাককারজনক কাজ করে থাকতে পারে। তবে এ বিষয়ে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা দু’জন মৎস্য চাষি বিভিন্ন মাধ্যমে ঋণ নিয়ে, এমনকি হালের গরু বিক্রি করে মাছ চাষ করে আসছিলাম। অন্যের পুকুর বন্দােবস্ত নিয়ে মাছ চাষ করে আসছিলাম। মাছ মারা যাওয়ার কারণে কিভাবে এ ঋণের বােঝা বহন করবাে কিছুই ভেবে পাচ্ছিনা।
গাংনী থানা সুত্র মাছ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে
দৈনিক দেশতথ্য//এল//