বর্তমানে অজান্তেই হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন তরুণরা। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু বুঝে ওঠার আগেই বিপদ সামনে চলে এসেছে। সাধারণত মনে করা হয়, বুকে ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ। কিন্তু বুকে ব্যথা ছাড়াও এর আরও কিছু লক্ষণ আছে। যেগুলো উপেক্ষা করা মানে নিজের বিপদ ডেকে আনা।
হার্ট অ্যাটাকের লক্ষণগুলো উপেক্ষা করা কখনোই উচিত নয়। হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণগুলোর মধ্যে একটি হলো বুকে ব্যথা। তবে কখনো কখনো এই ব্যথা অন্য অঙ্গেও হতে পারে। কাঁধ এবং বাহুতে ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ।
হার্ট অ্যাটাকের সময়, কাঁধ এবং বাহুতে ব্যথা খুব সাধারণ। এই ব্যথা সাধারণভাবে বাম কাঁধ এবং বাহুতে হয়। তবে উভয় দিকে ব্যথা হতে পারে। এ ব্যথার কারণ হৃৎপিণ্ডের ধমনীতে ব্লকেজ, যার কারণে রক্ত চলাচল ব্যাহত হয়।
এসব অঙ্গে ব্যথা হওয়াও হার্ট অ্যাটাকের লক্ষণ– ঘাড়, পেট, উরু ও কোমর।

Discussion about this post