Print Date & Time : 21 April 2025 Monday 1:22 pm

শহিদদের স্মরণে ইবি ছাত্রদলের বর্ণাঢ্য শোভাযাত্রা, ‘মিস্টেক’ বললেন আহ্বায়ক

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
মহান ভাষা শহিদ দিবসে ‘বর্ণাঢ্য শোভাযাত্রা’ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল ৷
বৃহস্পতিবার দিবাগত রাতে শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর আগে তার এই কর্মসূচি।
এসময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। তবে র‍্যালিতে ‘বর্ণাঢ্য শোভাযাত্রা’ উল্লেখ করা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

শহিদ দিবস শোকের প্রতীকের পরিবর্তে এই ‘আনন্দ যাত্রা’ দাগ কেটেছে শিক্ষক-শিক্ষার্থীদের মনে। এমন কর্মকাণ্ডে নিন্দাও জানিয়েছেন তারা।

শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে একটি বড় রাজনৈতিক ছাত্র সংগঠন বলে দাবি করে। তাদের থেকে এমন ‘ভুল’ আশা করা যায় না। এটা এক প্রকার শহিদদের অবমাননা। যাদের জন্য আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার ফিরে পেয়েছি, তাদের অবমাননা কোনোভাবেই সহ্য করা যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

র‍্যালিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিনসহ সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিল।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, এটা মহান ভাষা দিবসে শোক র‍্যালি। শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছিল। শুধু বায়ান্ন নয়, সকল শহিদকে আমরা স্মরণ করতে চাই। ব্যানারটায় ‘মিস্টেক’ হয়েছে। আর শোভাযাত্রা থাকলেও যে অসুবিধা হয় এটা আমার জানা নেই।