কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর সাথে শহিদ পরিবার, কুষ্টিয়া – এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আজ দুপুরে মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে শহিদ পরিবারের পক্ষ থেকে শহরের ছয় রাস্তার মোড়ে শহিদ স্মৃতি চত্বর নির্মাণ এবং প্রত্যেক শহিদের বাড়ির সামনে একটি নামফলক স্থাপনের জন্য মেয়র মহোদয়কে অনুরোধ জানানো হয়।
পাশাপাশি গত ২৮ আগস্ট ২০২৩ থানাপাড়া জেনোসাইড দিবসে প্রকাশিত “কুষ্টিয়া একাত্তর থানাপাড়া ও অন্যান্য জেনোসাইড’’ গ্রন্থের কপি মেয়র আনোয়ার আলী ও নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলামকে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শদিদ পরিবার, কুষ্টিয়া – এর সদস্য সচিব মোঃ ওবাইদুর রহমান, নির্বাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম দিপু ও মোঃ খলিলুর রহমান মজু।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post