মাহাবুল ইসলাম, গাংনী: শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মেহেরপুরের গাংনীর কৃতি সন্তান উজ্জ্বল হোসাইনকে অন্তভুক্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকেলে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাউল কবির দীপু ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আল আমিন (সম্রাট) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে তাকে অন্তভুক্তি করায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক হওয়ায় উজ্জ্বল হোসাইনকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তার শুভাকাঙ্ক্ষীরা।

Discussion about this post