যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে সিলেট সিটি কর্পোরেশন। দিবস উপলক্ষে নগরের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল দশটায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা- কর্মচারীদের সাথে নিয়ে সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ১৯১৭১ সালে দেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসের সদস্যরা দেশের শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করেন।
তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১৪,২০২৩//

Discussion about this post