Print Date & Time : 12 July 2025 Saturday 5:26 pm

শাবিপ্রবিতে ডি-নথি কার্যক্রমের উদ্বোধন

সিলেট অফিস : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১লা জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন-২ এর সম্মেলন কক্ষে এই ডি- নথি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, দআজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ আনন্দের দিন। আজকে আমরা অনুষ্ঠানিক ভাবে ডি-নথির যুগে প্রবেশ করলাম। ডি-নথি বাস্তবায়নের ফলে পেপারলেস অফিস ব্যবস্থাপনা কার্যকর হবে যা আমাদের স্মার্ট ও ডিজিটাল বিশ্ববিদ্যালয় ঘটনে অগ্রণী ভূমিকা পালন করবে। সকলের সহযোগিতায় আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ডি- কার্যক্রম পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো.মাসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//