শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে কুষ্টিয়া পৌর এলাকার বাড়াদি বাবুপাড়ার শ্রী শ্রী জগমোহন রায় জিউর মন্দিরে নিম্ন আয়ের মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে মহাসপ্তমী পূজার দিন এই উপলক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে সহস্রাধিক নারী পুরুষের হাতে এই বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
বস্ত্রদান অনুষ্ঠানে জগমোহন রায় জিউর মন্দির কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিশ্বনাথ সাহা বিশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু, শহর আওয়ামী লীগের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া সদর উপজেলা শাখার সভাপতি ব্যরিস্টার গৌবর চাকী এবং শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিহির চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন মন্দিরের পুরোহিত মদন মোহন চক্রবর্তী এবং স্বাগত বক্তব্য রাখেন মন্দিরের সাধারণ সম্পাদক অনন্ত সাহা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন।
উল্লেখ্য, গত ১ যুগ আগে এই বস্ত্র উপহার দেওয়ার কার্যক্রম শুরু করে বিশ্বনাথ সাহা বিশু। এরপর থেকে কুষ্টিয়ার বিভিন্ন মন্দিরে এই প্রচলন শুরু হয়।
দৈনিক দেশতথ্য //জা//অক্টোবর ০৩, ২০২২//

Discussion about this post