নিজস্ব প্রতিনিধি (যশোর)
যশোরের উপজেলায় অপু রায়হান (৩৫) নামে দুই সন্তানের জনক আত্মহত্যা করেছেন।বৃহস্প্রতিবার (২১ মার্চ) রাতে গোপিনাথপুর-বটতলা কাশিপুর গ্রামে এ আত্নহত্যার ঘটনা ঘটে।অপু রায়হান শার্শার কাশিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পরিবার সুত্রে জানায়,অপু রায়হান ও তার স্ত্রীর সাথে পারিবারিক কলহ চলে আসছিলো! এরই জের ধরে গত দেড়মাস আগে স্ত্রী দু সন্তানকে নিয়ে বাবার বাড়ীতে চলে যায়।এতে অপু রায়হান মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। ঘটনার দিন রাতে ঘরের ভিতর আড়ার সাথে গলায় ফাঁস দেন অপু রায়হান।
খবর পেয়ে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মরদেহর সুরহাতাল রিপোর্ট করেন।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সালাউদ্দীন জানান, পারিবারিক কলহের কারণে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে। তবে আত্মহত্যার বিষয়ে কোন অভিযোগ না থাকায় অপু রায়হানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//