Print Date & Time : 22 April 2025 Tuesday 11:39 am

শার্শায় ৩৮ কেজি গাঁজা উদ্ধার , নারী আটক

নিজস্ব প্রতিনিধি (যশোর)

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় পৃথক ২টি অভিযানে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

এ সময় আয়না মতি নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়ানের হরিনাপোতা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক নারী মাদক ব্যবসায়ী আয়না মতি হরিণাপোতা গ্রামের মৃত আব্দুল আলীমের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা লক্ষ্মণপুর ইউনিয়ানে অভিযান পরিচালনা করে আয়না মতি নামে এক জনকে আটক করা হয়।
এ সময় তার বসত বাড়ির পশ্চিম পাশে গোয়াল ঘরে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপর অভিযানে হরিনাপোতা গ্রামের পলাতক আসামি মুনসুর হোসেনের বাড়ীর পিছনে টয়লেটের সেপ্টি টেংকি তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মুনসুর হোসেনসহ তার সহযোগীরা পালিয়ে যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান জানান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মণপুর ইউনিয়ানে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//