বানিজ্যিক ভাবে আঙ্গুর চাষে সফলতা অর্জন করেছে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের কৃষক মহাসিন আলী। সরজমিন মহাসিনের আঙ্গুর বাগান গিয়ে দেখা যায় বাগানে থোকায় থোকায় আঙ্গুর ঝুলছে। কৃষক মহাসসিন আলী বলেন ইউটিউবে বাংলাদেশে আঙ্গুর চাষের ভিডিও দেখে উদবুদ্ধ হয়ে আঙ্গুর চাষের আমি সিদ্ধান্ত নেই।
ঝিনাইদা উপজেলার রসিদের বাগান হতে ৫০০টাকা পিচ দরে ৩৬ টি আঙ্গুরের চারা কিনে আনি এবং তের শতক জমিতে পরিক্ষামূলক চাষ করি, ৭ মাসের মধ্যে ফুল থেকে ফলে পরিনিত হয়।এখন আরো ৩৩ শতক জমিতে আঙ্গুরের চারা রোপন করেছি।
বর্তমান আমার আঙ্গুর বাগান দেখে অনেকেই আঙ্গুর চাষে আগ্রহী।অনেকেই আমার কাছ থেকে চারা কিনেছে অর্ডারও করেছে।
শার্শা কৃষি অফিসার প্রতাপ মণ্ডল বলেন দেশের আবাহওয়া ভালো হওয়ায় বিদেশী ফল ও ফুল চাষে ঝুকছে কৃষকরা। শার্শার বিভিন্ন প্রান্তে এখন বিদেশী ফলের উৎপাদন হচ্ছে।আমারা সবসময় কৃষকের পরামর্শ ও সার্বিক সহযোগিতা করছি।
জা//দেশতথ্য// ১২ অক্টোবর ২০২২//

Discussion about this post