বেনাপোল প্রতিনিধি: যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি ও বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির উপর হামলা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ মে) রাত ৯ টার সময় শার্শা উপজেলার উলাশি পানবুড়ি বাজারে এ ঘটনাটি ঘটে।
সাংবাদিক মনিরুল জানায়, পানবুড়ি বাজারে তিনি ও নাসির নামে একজন চা খাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় উপজেলার কাঠুরিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী হাসান (৩০) আকস্মিক হাতুড়ি নিয়ে তার ওপর হামলা করতে গেলে সে সরে গেলে তার ব্যবহারিত মোটরসাইকেলটি হাতুড়ি দিয়ে ভাংচুর করে। পরে, এলাকার লোকজন ছুটে আসলে সে পালিয়ে যায়।
হাসান কাঠুরিয়া গ্রামের মৃত বাবুর আলীর ছেলে। এলাকায় হাসানের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে এলাকার লোকজন জানান।
এঘটনায় শার্শা উপজেলার কর্মরত সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাথে সাথে অপরাধীকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, সাংবাদিক মনিরুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post