Print Date & Time : 4 July 2025 Friday 1:52 am

শার্শায় স্বর্ণবারসহ পাচারকারী আটক ১

নিজস্ব প্রতিনিধি,বেনাপোল:
ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্ত থেকে ৬৩ পিস স্বর্ণবারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক কর হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি ) দুপুরে ২১ ব্যাটালিয়নের অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে স্বর্ণবারসহ আটক করেন।
পাচারকারী বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে থামিয়ে আটক করা হয়। পরে তার কাছে ৬৩ পিস স্বর্ণবার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//