Print Date & Time : 10 May 2025 Saturday 11:26 am

শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় পিন্টু মোল্লা (২০) নামে পিন্টু মোল্লা নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) রাতে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা ঈদগাঁ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত পিন্টু মোল্লা শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার আনছার মোল্লার ছেলে।

নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, নাভারন বাগআঁচড়ার মধ্যে চলাচলকারি একটি সিএনজি অটোরিক্সা বাগআঁচড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যশোরমুখি একটি ট্রাক সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।এ সময় সিএনজিতে থাকা যাত্রী পিন্টু মোল্লা ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অটোরিক্সার চালকও আহত হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটকে অভিযান চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

দৈনিক দেশতথ্য//এসএইচ//