শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার আসামি এনামুল হকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে শার্শা উপজেলার পাকশিয়া বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সে যশোর সদর থানার বড় ভেকুটিয়া গ্রামের ইনছার আলীর ছেলে।এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
শার্শা থানার ডিউটি অফিসার এএসআই মোজাফফার হোসেন জানান, গতকাল বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে যশোর জেলার শার্শা উপজেলার পাকশিয়া বাজারের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এমন একটি খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরে জানা যায় মৃতদেহটি যশোর সদরের ভেকুটিয়া গ্রামের চাঞ্চল্য রাসেল হত্যা মামলার অন্যতম আসামী ইনছান আলীর ছেলে এনামুল হক।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহটি উদ্ধার ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//