Print Date & Time : 12 July 2025 Saturday 12:04 pm

শাহজালাল মাজারের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার


সিলেট অফিস :
সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
রোববার বিকেল চারটার দিকে মাজারের পিছনের গেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ নিশ্চিত করে তিনি জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মৃত ব্যক্তির বয়স অনুমানিক ৭০ বছর। তবে এখন পর্যন্ত মৃতের নাম-ঠিকানা পাওয়া যায়নি। মাজার ও আশপাশে ভবঘুরের মতো থাকতেন ওই ব্যক্তি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই।

লাশটি ময়না তদন্ত শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করছে বলেও জানান তিনি।

দৈনিক দেশতথ্য//এইচ//