পড়ি বই আলোকিত হই’ মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আজমপুর মাধ্যমিক বিদ্যালয়স্থ শাহনুর খাতুন মডেল লাইব্রেরিতে পাঠচক্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রতিটি ক্লাস থেকে তিনজন সেরা বই পড়ুয়া শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে প্রাইজবন্ড ও বই বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল হক এর সভাপতিত্বে এ আয়োজনে মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, নওদা আজমপুর বিএম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো.শহিদুল ইসলাম, সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও লাইব্রেরি তহবিল পরিচালনা পর্ষদের সভাপতি মো: ছহিরুদ্দিন,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আসাদুজ্জামান, শাহনুর খাতুন মডেল লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাজমুল হুদা, আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম পারভেজসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উল্লেখ করেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরনে বিশ্বায়নের যুগে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও শিক্ষার প্রচলিত ধারার শিখন-শেখানো পদ্ধতির পরিবর্তে শিখন-শেখানো পদ্ধতিতে তথ্য- প্রযুক্তির সংযোগ ঘটানো হয়েছে। এখন অনেকেই বই পড়ে না। কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট ফোনে অনেক তরুণদের পড়তে দেখা যায়। তবুও বইয়ের কোন বিকল্প নেই।
বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলে এ ধরনের আধুনিক মানের একটি মডেল লাইব্রেরি প্রতিষ্ঠা নি:সন্দেহে প্রশংসনীয় এবং একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এছাড়া শিক্ষার্থীদের বই পাঠে উদ্বুদ্ধকরণের জন্য পাঠচক্র কার্যক্রম সব প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের বইমুখী করতে এ ধরনের প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসম পারভেজ। এর আগে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে স্থাপিত আধুনিক কম্পিউটার ল্যাবে এসি স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১২,২০২২//

Discussion about this post