মাদক মামলায় শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে ক্লিন চিট দিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আলোচিত এই মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে সংস্থাটি। এ চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে আরিয়ান খানের নাম। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে সংবাদমাধ্যমটিকে। তাতে বলা হয়েছে, চার্জশিটে ১৪ জনের নাম উল্লেখ করেছে এনসিবি। সেখানে আরিয়ান খানের নাম নেই। আরিয়ান ও মোহক (জয়সাল) ব্যতীত অন্য অভিযুক্তদের কাছে মাদক পাওয়া গিয়েছে বলে চার্জশিটে বলা হয়েছে।
এর আগে মামলাটি তদন্ত করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)। কিন্তু তাদের তদন্ত উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলেও নতুন চার্জশিটে উল্লেখ করেছে এনসিবি।
গত বছরের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা শুনানির পর ২৮ অক্টোবর আরিয়ানের জামিন মঞ্জুর করেন আদালত।
জা//দেশতথ্য/২৭-০৫-২০২২//০৪.১৬ পি এম

Discussion about this post