Print Date & Time : 2 July 2025 Wednesday 5:03 pm

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের কুষ্টিয়া শাখার উদ্দ্যোগে  বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর বালিয়া পাড়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং  অবিভাবতদের মাঝে  প্রায় পাঁচ শাতাধীক ফলজ ও বনজ প্রদান করে প্রতিষ্ঠানটি।

আলামপুর  বালিয়া পাড়া স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে এই কর্মসূচীতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কুষ্টিয়া শাখার  এস,ভি,পি ও ব্যবস্থাপক জি এম কামরুজ্জামানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া চেম্বার াভ কমার্সের প্রাক্তন সভাপতি ও  আলামপুর বালিয়া পাড়া স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলামপুর বালিয়া পাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এস,ই ,ও জোয়ার্দ্দার শরিফুল ইসলাম। এসময় বক্তারা বলেন, একটি গাছ একটি জীবন। পরিবেশের ভারাসাম্য রক্ষার জন্য গাছের কোন ক্ষকল্প নেই। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সব সময় দেশের কল্যানে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই বৃক্ষ রোপন কর্মসূচী। এসময় উপস্থিত ছিলেন আলামপুর বালিয়া পাড়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, অবিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

রাজা/দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৪,২০২২//