চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল স্কেল ইমার্জেন্সি ফায়ার এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি ছিলেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
মহড়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ফায়ার শাখার ২টি ক্রাশ ল্যান্ডার, ২টি অ্যাম্বুলেন্স, বিমানবাহিনীর ক্রাশ ফেন্ডার, ক্রাশ অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার, ফায়ার সার্ভিসের ফায়ার ট্রাক ইত্যাদি অংশ নেয়।
এছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার সার্ভিস, বিমানবাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনী, র্যাব, আনসার-ভিডিপি, এপিবিএন, ফায়ার সার্ভিস, সম্মিলিত সামরিক হাসপাতাল, নৌবাহিনী হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, আনজুমানে মফিদুল ইসলামসহ বিভিন্ন সংস্থা মহড়ায় অংশ নিয়েছে।
স্বাগত বক্তব্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম বলেন, ২০১৯ সালের পর করোনার কারণে মহড়া হয়নি। তিন মাসের প্রস্তুতিতে এ মহড়া হচ্ছে। যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় এ মহড়ায় অর্জিত জ্ঞান কাজে লাগবে।
বিমানবন্দরে ফুল স্কেল ইমার্জেন্সি ফায়ার এক্সারসাইজে প্রধান অতিথির বক্তব্যে সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশের জন্য যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ। যা আমাদের অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বিমানবন্দর আরও আধুনিকায়ন করতে হবে।
মহড়ায় বক্তব্য দেন সিভিল এভিয়েশন অথরিটির এয়ার কমোডর সাদিকুর রহমান।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post