শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুন) সকালে শারজাহ থেকে ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক কর্মকর্তা বলেন, আমাদের হেড কোয়ার্টার থেকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের লোহাগাড়ার সাইফুল ইসলাম নামের ওই যাত্রীর ফ্লাইট নম্বর, পাসপোর্ট নম্বর, ছবি দেওয়া হয়েছিল। ফ্লাইট সকাল সাড়ে ৭টায় অবতরণের পরই আমরা তার সিটের কাছে গিয়ে আটক করি। এরপর শরীর তল্লাশি করে কালো স্কচ টেপে মোড়ানো স্বর্ণের বারগুরো পাওয়া যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আর//দৈনিক দেশতথ্য//১ জুন-২০২২//

Discussion about this post