ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) সিস্টেম এ ফাস্ট ট্র্যাক/দ্রুত গতির লেন ব্যবহারকারীরা ১০% ছাড় পাবে। চালকদের উৎসাহিত করতেই এই চালু করা হয়েছে ছাড় ব্যবস্থা।
সারাদেশের সকল সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন টোল প্লাজাসমূহের মতো চট্টগ্রাম কর্ণফুলীর মইজ্জারটেকস্থ শাহ আমানত সেতুর টোলপ্লাজায়ও ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম এ ফাস্ট ট্র্যাক/দ্রুত গতির লেন ব্যবহারকারীদের জন্য প্রণোদনা হিসেবে নির্ধারিত টোল হতে ১০% অর্থ ছাড় দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের টোল ও এক্সেল শাখা।
সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগের উপ সচিব ফাহমিদা হক খান স্বাক্ষরত এক পরিপত্রে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন কর্ণফুলী শাহ আমানত সেতুর টোলপ্লাজায় দায়িত্বরত পরিচালক এডমিন অপূর্ব সাহা।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়,ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) বা স্বয়ংক্রিয় টোল সংগ্রহ ব্যবস্থা এমন একটি ডিজিটাল প্রযুক্তি যা বাধাহীনভাবে যানবাহনকে টোল প্রদানের মাধ্যমে টোল প্লাজা অতিক্রম নিশ্চিত করে। এই প্রযুক্তির উল্লেখযোগ্য সুবিধা হল এটি টোল প্লাজা নিকটস্থ যানজট হ্রাস করে।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে জ্বালানী সাশ্রয়, টোল সংগ্রহের ক্ষেত্রে সময় সাশ্রয়, মহাসড়কের সক্ষমতা বুদ্ধি, টোল সারিতে অপেক্ষা করার সময় সংক্ষিপ্ত করা এবং যানবাহনের ধোঁয়া নির্গমন কমিয়ে পরিবেশের অবক্ষয় হ্রাস করা।
টোল প্লাজায় টোল ফি আদায়ে এটি অত্যন্ত কার্যকর একটি উপায়। বিশ্বজুড়ে ইটিসি গ্রহণযোগ্য হয়ে ওঠার অন্যতম মূল কারণ হল- এ পদ্ধতিতে গাড়িচালকদের নগদ অর্থ বহনের প্রয়োজন হয় না।
ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) সিস্টেম এ ফাস্ট ট্র্যাক/দ্রুত গতির লেন ব্যবহারকারীগণ’কে উৎসাহিত করতে প্রনোদনা প্রদান করা হলে এ পদ্ধতিতে টোল প্রদানে মোটরযান চালকগণ আগ্রহী হবেন মর্মে আশা প্রকাশ করেছেন সড়ক বিভাগ।
এলক্ষ্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে দ্রুত গতির লেন ব্যবহারে অনুপ্রাণিত করতে অর্থ বিভাগের সম্মতির আলোকে নির্ধারিত টোল হতে ১০% অর্থ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এডমিন অপূর্ব সাহা জানান, এখন থেকে শাহ আমানত তৃতীয় সেতুর টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশনে /দ্রুত গতির লেন ব্যবহারকারীগণকে নির্ধারিত টোল হতে প্রণোদনা হিসেবে ১০ শতাংশ টোল ছাড় দেবেন। এতে সেবার মান বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি।
এবি/দৈনিক দেশতথ্য//জুন ০২,২০২২//