Print Date & Time : 2 July 2025 Wednesday 10:38 am

শিউলীকে বাচাঁতে এগিয়ে আসুন


নামঃ শিউলী রবি দাশ, বয়সঃ ১৯বছর
পিতাঃ মৃত নির্মল রবি দাশ
মাতাঃ চম্পা রবি দাশ
গ্রামঃ বুদ্ধিমন্তপুর সাউনিয়া, পোষ্ট অফিসঃ বুদ্ধিমন্তপুর সাউনিয়া, উপজেলাঃ মৌলভীবাজার সদর, জেলাঃ মৌলভীবাজার।
শিউলী রবি দাশ সমাজসেবা অধিদফতরের এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাতারকাপন,মৌলভীবাজার এর সার্টিফিকেট ইন বিউটিফিকেশন এর একজন প্রশিক্ষণার্থী। শিউলী রবি দাশ গত এপ্রিল মাসে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এ চিকিৎসা করানো হয়। তার অবস্থার উন্নতি না হওয়াতে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এর পরামর্শ অনুযায়ী পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকাতে চিকিৎসা করিয়ে শিউলী রবি দাশের হার্টের দুটো ভাল্বই নষ্ট হয়ে গেছে নিশ্চিত হওয়া যায়, যা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হার্টে পেস মেকার প্রতিস্থাপন করতে হবে। শিউলী রবি দাশের হার্টে পেস মেকার প্রতিস্থাপন এর জন্য প্রায় ০৩ (তিন) লক্ষ টাকা প্রয়োজন। যা শিউলী রবি দাশের পরিবারের একার পক্ষে কোনভাবেই এ চিকিৎসা ব্যয়ভার বহন করা সম্ভব নয়।
তাই সামাজিক কল্যাণে নিবেদীত সামাজিক প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গদের কাছে বিনীত আবেদন ১৯ বছর বয়সি এতিম শিউলী রবি দাশের উন্নত চিকিৎসার জন্য যার যার সামর্থ অনুযায়ী আর্থিক সাহায্যে এগিয়ে আসুন।
আর্থিক সাহায্য পাঠানোর জন্যঃ
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নম্বর –
একাউন্ট নাম : হেমন্তি রবি দাশ
একাউন্ট নম্বর : ১৩২১৫৮০০১৩১৭৯
বিকাশ নম্বরঃ
মাহামুদুল হাসান : ০১৭১৮-৩৪০০০৪ (পার্সোনাল)
মোঃ শামীমুর রহমান : ০১৭২১-৯৫২১৬৮ (পার্সোনাল)