গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর অঞ্চলের সভাপতি ও কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ সরওয়ার হোসেন তালুকদার।
আজ বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতি কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে কমলকুঁড়ি বিদ্যানিকেতনের হলরুমে মোঃ সরওয়ার হোসেন তালুকদারকে অবসর জনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি নন্দলাল বিশ্বাসের সভাপতি অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া, সহ-সভাপতি মোঃ আবুল কাসেম, সাধারণ সম্পাদক শেখ কাওসার আহম্মেদ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন বাছার বক্তব্য রাখেন।
দৈনিক দেশতথ্য//এল//