Print Date & Time : 17 July 2025 Thursday 9:21 am

শিক্ষকের ‘আত্মহত্যা’, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬

মনিরুজ্জামান জুলেট,শ্যামনগর সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগরে আবুল বাসার নামে এক প্রধান শিক্ষকের আত্মহত্যায় ‘প্ররোচণার’ অভিযোগে করা মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, ওই শিক্ষকের স্ত্রীর দায়ের করা মামলায় শনিবার রাতে তাদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে ছয়জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার শেখ আব্দুর রহিম শ্যামনগর উপজেলার কৈখালী ইউপি চেয়ারম্যান এবং কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি।

ওসি বলেন, গত ৪ জানুয়ারি বেলা দেড়টার দিকে কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাসার আত্মহত্যা করেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের শোকজ নোটিশ পেয়ে তিনি আত্মহত্যা করেন বলে তার পরিবার দাবি করে আসছে।

এ ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী নুরুন্নাহার পারভীন ইউপি চেয়ারম্যান ও স্কুলের শিক্ষকসহ মোট ছয়জনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচণার মামলা করেন বলে জানান ওসি নুরুল ইসলাম।

দৈনিক দেশতথ্য//এসএইচ//