বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে,জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে (দ্বিতীয় স্থান) অধিকারী দৌলতপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুনকে সংবর্ধনা প্রদান করেছেন।
শনিবার সকালে দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার খন্দকার মো. শেফাইনুর আরেফিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউল ইসলাম মহি,সহকারী শিক্ষা অফিসার মো.মশিউর রহমান।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. মাসুদুল করিম, সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান। শিক্ষক সমিতির দৌলতপুর শাখার সভাপতি মো. ফিরোজ খাঁন নুন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ শিক্ষক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ জুলাই ২০২৩