মো.আলাউদ্দীন,হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারীর মির্জাপুরস্থ মুহুরী বাড়ি নিবাসী প্রধান শিক্ষক (অবঃ) স্বপন কুমার চৌধুরী (৬২) গত বুধবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি বিগত তিনদিন পূর্বে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতাল ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন ও অনেক গুনাগ্রাহী রেখে গেছেন।
একইদিন সন্ধ্যায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পারিবারিক শ্মশানে প্রয়াত শিক্ষকের অন্ত্যেস্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
স্বপন চৌধুরীর মৃত্যুতে হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতি সংবাদ পত্রে প্রদত্ত এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//