দেশের বিভিন্ন স্থানে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নেছারাবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসসহ বিভিন্নস্থানে শিক্ষক নির্যাতনকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে স্থানীয় সরকারি স্বরূপকাঠি কলেজের সামনে সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পশ্চিম অঞ্চল জোন শাখা এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে হত্যা ও নির্যাতনকারিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক,সহ সভাপতি মোরশেদুল হক, গোলাম রব্বানী, প্রধান শিক্ষক জাহিদ হোসেন, নুরুল ইসলাম , মৃনাল কান্তি মুখার্জি ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
আর//দৈনিক দেশতথ্য//৩০ জুন-২০২২//

Discussion about this post