নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থী সহায়ক ও গুনীজন সম্মান নির্নায়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেধা’র ২৫বছর পূর্তী ও রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও কুষ্টিয়া শহরের প্রধান সড়কে র্যালীসহ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং ৪ গুনীজন ব্যক্তির সম্মাননা প্রদান সহ আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া শহরের প্রধান সড়কে র্যালী শেষে আলোচনা সভা, গুণীজন সন্মাননা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়েছে।
‘মেধা’র সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার সালাহউদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেরসর ড.শেখ আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক এহতেশাম রেজা, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেধা’র সদস্য সচিব শামীম আহম্মেদ।
এবছর গুনীজন সম্মাননা দেয়া হলো যেসব কৃতি সন্তানদের- স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.এম আলাউদ্দিন, বিশিষ্ট গবেষক ও লেখক খন্দকার সামসুল হক লালিম এবং জাতীয় ফুটবলার সামসুদ্দিন বিশ্বাস সামু’কে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ ফেব্রুয়ারী ২০২৪

Discussion about this post