Print Date & Time : 29 July 2025 Tuesday 2:05 am

শিরন্টি- ময়নাকুড়ি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নওগাঁর সাপাহারে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী শিরন্টি ময়নাকুড়ি উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজাহান আলী ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষা ব্যাবস্থার উন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম,শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিরন্টি ময়নাকুড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বিএসসি। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে মোজা ও কেডস জুতা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী,মা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ/